Welcome Friends : online income zone HEADLINE:COMING SOON,REAL WAYS TO MAKE MONEY ONLINE INCOME,6 WAYS TO ONLINE INCOME SOLUTION,HOW TO MAKE MONEY ONLINE INCOME,REAL PTC SITE NEWS,ONLINE INCOME PAYMENT SYSTEM,SEO,AFFLIATE MARKETING,FREELANCING,ADVERTISING PROGRAM.JOIN THIS SITE LATEST REAL NEWS ONLINE INCOME,AND OTHERS ONLINE INCOME SYSTEM ZONE TIPS ACADEMY

Check Page Rank of your web site

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

Keyboard key To The Mystery


  কিবোর্ডের   চাবি    রহস্য

কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডে F1, F2, F3 এভাবে F12 পর্যন্ত ১২টি ফাংশন কি আছে। একেকটি ফাংশন কি মূলত আলাদা আলাদা প্রোগ্রাম রান করে অথবা কমান্ড প্রদান করে। পাঠকের সুবিধাথে F1 থেকে F12 পযন্ত কিবোর্ডের চাবি রহস্য নীচে তুলে ধরা হলোঃ


F1 :
এটি মূলত সাহায্যকারী কি হিসেবেই ব্যবহৃত হয়। কোনো প্রোগ্রামে কাজ করার সময় F1 চাপলে ওই প্রোগ্রামের তথ্য সহায়তা মেন্যু হাজির হয়।

F2 :
কোনো ফাইল অথবা ফোল্ডারকে রিনেম করার জন্য এ ফাংশন কি কাজ করে। যে ফাইলটির নাম পরিবর্তন করতে হবে প্রথমে সেটি নির্বাচন করে F2 চাপলে রিনেম করার অপশন আসবে। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় Ctrl+F2 চাপলে ওয়ার্ড ফাইলের প্রিভিউ দেখাবে।

F3 :
F3 মূলত সার্চ অপশন চালু করে। Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার করা যায়।

F4 :
F4 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের সর্বশেষ কাজে ফিরে যাওয়া যায় (Undo করা যায়)। Alt+F4 চেপে সক্রিয় প্রোগ্রাম বন্ধ করা যায়।

F5 :
F5 চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়। পাওয়ার পয়েন্টের স্লাইড শো প্রেজেন্টেশন আরম্ভ করা হয় এ কি চেপে। মাইক্রোসফট ওয়ার্ডের find, replace, go to উইন্ডোও খোলা যায় এই কি ব্যবহার করে।

F6 :
এ বাটনটি চেপে কার্সারকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া যায়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ফাইল সক্রিয়
করা হয়।

F7:
এর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Create browsing চালু করা যায়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা যায়।

F8:
সেইফ মোডে সাধারণত উইন্ডোজ চালু করার জন্য F8 দরকার হয়।

F9:
F9 চেপে Quark 5.0-এর মেজারমেন্ট টুলবার খোলা যায়।

F10:
ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেন্যুবার নির্বাচন করা যায় F10 চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।

F11:
এর মাধ্যমে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা যায়।

F12:
মাইক্রোসফট ওয়ার্ডের ঝধাব ধং উইন্ডো ওপেন করা হয় F12 চেপে। Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট অপশন পাওয়া যায়।

1 comment:

Follow This Link